রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি মরহুম এম সাদেক চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী কাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। তিনি ২০০৬ সালের আজকের এই দিনে চট্টগ্রাম বহদ্দার হাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মরহুম এম সাদেক চৌধুরী ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ছাত্রজীবন থেকে আওয়ামী পরিবারের বিভিন্ন স্তরে দুঃসময় থেকে দায়িত্বে ছিলেন। তিনি ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান ও ১১ দফা, ৭০’র নির্বাচন এবং ৭১’র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে সেসময়কার প্রতিটি আন্দোলন, সংগ্রাম ও রাঙ্গুনিয়ার উন্নয়নে প্রথম সারিতে থেকে আমৃত্যু নেতৃত্ব দিয়েছিলেন।
এদিকে মরহুম এম সাদেক চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তরজেলা, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর কবরে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, স্মরণসভাসহ পৃথক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
মরহুম এম সাদেক চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী কাল
0
Share.