রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে ওরছে নঈমী নক্শবন্দী উপলক্ষে রাঙ্গুনিয়া নূরুল উলূম কামিল (এম এ) মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ৮ দুস্থ নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে। আনজুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে ও রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদ ইউএই এর সহযোগিতায় রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী এসব সেলাই মেশিন বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ, আন্জুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশের মহাসচিব মাওলানা নিজাম উদ্দিন নঈমী, রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদ শারজাহ শাখার সাধারণ সম্পাদক মাওলানা গোলামুন্নবী, শিক্ষক কাজী আহসান উদ্দিন, শাহজাদা শহীদুল মোস্তফা নঈমী প্রমুখ। রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদ দুবাই ও প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি মো. কোরবান আলী বলেন, “করোনা কালে খাদ্য সহায়তা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা ও শীতকালে কম্বল দিয়ে আসছে এই সংগঠনগুলো। এবার রাহাতিয়া দরবারের ওরশ উপলক্ষে দুস্থদের সেলাই মেশিন ও কম্বল দেয়া হয়েছে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে দুস্থদের মাঝে এসব সহায়তা অব্যাহত থাকবে।
রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরন
0
Share.