রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি রতন দাশ কর্মী সভার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম সোহেল রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি
আবু ছৈয়দ তালুকদার, সাধারন সম্পাদক আবু জাফর তালুকদার, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মো. ইদ্রিস প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মোনাফ, সদস্য মো. ইউসুফ পেয়ারুল ইসলাম, মো. ইস্কান্দর, মো. আইয়ুব প্রমুখ।আলোচনা শেষে সবার সম্মতিক্রমে মো. মুছাকে আহবায়ক, মো. ইলিয়াছকে যুগ্ম আহবায়ক ও আবদুল আলিমকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট রাজানগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
রাঙ্গুনিয়ার রাজানগরে শ্রমিকলীগের কর্মী সভা
0
Share.