রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় মাদক বিক্রির সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিক্রির জন্য রাখা ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রঘোনা ফেরীঘাট এলাকা থেকে তাকে ধরা হয়। তার নাম নুর উদ্দিন(২২)। সে চন্দ্রঘোনা সাবস্টেশন এলাকার নুরুল আজিমের ছেলে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানার এসআই প্রকাশ চন্দ্র সরকার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের বিশেষ অভিযানে নবীর হোসেন নামে এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার হয়। সে ইসলামপুর খতিবনগর এলাকার মোঃ ফজল কাদেরের ছেলে। তাদের আজ (বৃহস্পতিবার) জেল হাজতে প্রেরণ করা হবে।
মাদক বিক্রিকালে গ্রেপ্তার এক
0
Share.