রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া পৌরসভার ১নং সংরক্ষিত আসনের (১,২ ও ৩নং ওয়ার্ড) উপনির্বাচনে জয় পেয়েছে মারোফা বেগম। তিনি টেলিফোন প্রতীকে পেয়েছেন ১১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি চশমা প্রতীকে মঞ্জুরা বেগম পেয়েছেন ৭০৭ ভোট এবং আনারস প্রতীকে রুবি বেগম পেয়েছেন ৬১৫ ভোট। নির্বাচনে মোট ৮৩২৮ ভোটের মধ্যে সংগ্রহ হয়েছে ২৫১৮ ভোট। এরমধ্যে ৯৪টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে শতকরা ৩০ ভাগ ভোট সংগ্রহ হয়েছে। নির্বাচনের সহকারী রিটার্নীং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলম এসব তথ্য জানান।
সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৪টি কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকালের দিকে কিছুটা উপস্থিতি লক্ষ্য করা গেলেও বিকালের দিকে একেবারে ভোটারশূণ্য ছিল প্রতিটি কেন্দ্র। নির্বাচনের ৩টি ওয়ার্ডের ৪টি কেন্দ্রে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের কড়া নজরদারী ছিল। কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে জানান নির্বাচনে দায়িত্বে থাকা ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী।
উল্লেখ্য গত ৫ অক্টোবর এই আসনের সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তার ইন্তেকাল করেছেন।
রাঙ্গুনিয়া পৌরসভার উপনির্বাচনে কাউন্সিলর পদে মারোফা জয়ী
0
Share.