হোছনাবাদ আ.লীগের নেতৃত্বে আসতে চান খোরশেদ

0

ছাত্রজীবন থেকে আ.লীগের লড়াকু সৈনিক ছিলেন হোছনাবাদ ইউনিয়ন আ.লীগের শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। ৮০ ও ৯০ দশকে বৃহত্তর হোছনাবাদ ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন তিনি। ২০০৫ সালে চারদলীয় জোট সরকার বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১২ সালে উপজেলা যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া আলম শাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছিলেন তিনি। আগামীকাল রোববার (৬ ফেব্রুয়ারি) হোছনাবাদ ইউনিয়ন আ.লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন খোরশেদ আলম। তিনি বলেন, ” ছাত্রজীবন থেকে আ.লীগের রাজনীতির সাথে জড়িত থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার চেষ্ঠা করেছি। আ.লীগের দু:সময়ে মাঠে ছিলাম। রাঙ্গুনিয়ার কৃতি সন্তান তথ্য সম্প্রচার ও মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের নেতৃত্বে হোছনাবাদ আ.লীগের জন্য কাজ করতে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আ.লীগের দুঃসময়ে ত্যাগ স্বীকারের মূল্যায়ন অবশ্যই পাবো আশা করি।

Share.

Leave A Reply