নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার মোড় এলাকায় অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ আবু সুফিয়ান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ ।
রবিবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ ) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।