রাঙ্গুনিয়ার নজরেরটিলা আওয়ামীলীগের সম্মেলন

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নজরেরটিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় মাঠে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আহম্মদ জলিলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। উদ্বোধক ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু। আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দীন ও আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জামাল উদ্দিন, উত্তরজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, আরিফুল ইসলাম চৌধুরী, রহিম উদ্দিন, সিরাজুল করিম সিকদার, সাজ্জাতুল ইসলাম খোকন, আইয়ুব রানা, মোহাম্মদ আলমগীর, মো. সুলতান, মো. ইকবাল, লিটন মুৎসুদ্দী, ছাত্রলীগ নেতা তানভীর হোসেন, আকবর হোসেন প্রমুখ। সম্মেলনে সভাপতি-সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও এদিন কমিটি ঘোষণা হয়নি।

Share.

Leave A Reply