৪৩ বছরের শিক্ষকতার ইতি টানলেন নুরুল হুদা

0

আব্বাস হোসাইন আফতাব ঃ
৪৩ বছর এক স্কুলে নিরলসভাবে শিক্ষকতা চালিয়ে গেছেন তিনি। প্রতিদিন স্কুলে ক্লাস নিতে ছুটে গেছেন। অবশেষে বিরতিহীন শিক্ষকতা জীবনের ইতি টানলেন ৭৫ বছর বয়সী শিক্ষক নুরুল হুদা।
রাঙ্গুনিয়ার পোমরা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক সম্প্রতি অবসরে গেছেন। এই উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বিদায়ী সংবর্ধণার। সকাল থেকে বিদায় জানাতে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল মাঠে জড়ো হন। গুণী শিক্ষক নুরুল হুদা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। এই সময় স্কুলের ৪৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বলেন, স্কুল থেকে অবসরে গেলেও স্কুলের শিক্ষকতা জীবন আমাকে খুব টানবে। আমার শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হলে সেটাই আমার স্বার্থকতা। ” উপজেলার রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নোয়াগাঁও এলাকার বাসিন্দা এই শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা।
পোমরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফজ্জল আহমদ বলেন, ” স্কুলে তিনি ব্যবসা শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন। এছাড়া তিনি অন্যান্য বিষয়ও পড়াতেন। ২০০৯ সালে তিনি অবসর নিলেও স্কুল কর্তৃপক্ষের অনুরোধে শিক্ষকতা চালিয়ে যান। সম্প্রতি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। ”
শিক্ষক নুরুল হুদা’র ছাত্র সাংবাদিক আকাশ আহমেদ বলেন,” আমার মনে আছে এখনো, স্কুলে ষষ্ট শ্রেণিতে ভর্তি হওয়ার পর প্রথম দিনের ক্লাস নিয়েছিলেন হুদা স্যার। তাঁকে বিদায় দিতে খারাপ লাগছে। কিন্তু এটিই নিয়ম। তাঁর মতো শিক্ষকের অভাব পূরণ হওয়ার নয়।

Share.

Leave A Reply