ডবলমুরিংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং ডিটি রোড মুনসুরাবাদ পাসপোর্ট অফিসের সামনে ট্রাকচাপায় আবু বক্কর সিদ্দিক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ মে) সাড়ে ৯ টার দিকে মনসুরাবাদ ঈদগাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি চট্টগ্রাম বন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের আলীপুরে।

ডবলমুরিং থানার উপ পরিদর্শক মাহবুব রাব্বানী অপু বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে ঈদগাঁ থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন আবু বক্কর সিদ্দিক।

এ সময় হেলমেট পরা থাকলেও ডান পাশ থেকে একটি ট্রাক তাকে চাপ দেয়।

পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share.

Leave A Reply