স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি-আইআরসি ও ইপসা’র “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও কিশোর-কিশোরীর জীবনমান ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন” বিষয়ক প্রকল্পের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি-আইআরসি’র কান্ট্রি ডিরেক্টর মানিস কুমার আগরওয়াল। আরও উপস্থিত ছিলেন আইআরসি’র পার্টনারশীপ কোঅর্ডিনেটর (পার্টনারশীপ লীড) মোহাম্মদ নজরুল ইসলাম, ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মনজুর মোরশেদ চৌধুরী, উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান, সহকারি পরিচালক ও হেড অব রোহিঙ্গা রেসপন্স মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমূখ।
আইআরসি ও ইপসা’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিওসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
0ইপসা’র সেইফগার্ডিং ফোকাল পার্সন আবদুস সবুর ইপসা’র কার্যক্রমের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় আইআরসি’র সহযোগিতায় ইপসা কর্তৃক পরিচালিত বিভিন্ন কার্যকক্রমের উপর বিস্তারিত আলোচনা হয়। আইআরসি’র কান্ট্রি ডিরেক্টর ইপসা’র কার্যক্রমগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি ইপসা’র যুব কার্যক্রমসমূহ সমাজ উন্নয়নে গুরুত্পূর্ণ অবদান রাখছে বলে মতামত প্রদান করেন।
Share.