স্ত্রী হত্যায় সাবেক এসপি বাবুলের সন্তানদের পিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

0

বহুল আলোচিত চাঞ্চল্যকর মিতু হত্যায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও মাহমুদা খানম মিতু দম্পতির দুই সন্তানকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন পিবিআই এর তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।এ সময় বাবুল আক্তারের ছেলে চোখের সামনে তার মাকে খুন হতে দেখার বর্ণনা দেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ।

সোমবার ৪ জুলাই  সকাল ১০ টায় মাগুরা জেলা সদরে বাবুল আক্তারের বাসায় তার ১৩ বছর বয়সী ছেলে ও ৭ বছর বয়সী মেয়েকে আদালতের নির্দেশে সমাজসেবা অধিদফতরের একজন কর্মকর্তা ও একজন নারী পুলিশ সদস্য এবং তাদের দাদার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন। বাবুল- মিতু দম্পতির ছেলে ও মেয়ে বিগত এক বছর ধরে মাগুরায় দাদার বাড়িতে অবস্থান করছে।

এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, দীর্ঘ তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদে বেশকিছু তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সময় ছেলেটি মায়ের সঙ্গে ছিল। সে সময় মেয়েটির বয়স এক বছর হওয়ায় তার তেমন কিছুই মনে নেই। তবে সে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিল। বর্তমানে প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করা হবে। আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে আদালতের অনুমতি চাওয়া হবে। পরবর্তীতে আদালত যেভাবে নির্দেশনা দেন সেভাবে হবে।

মা মাহমুদা খানম মিতুকে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য একবছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল পিবিআই।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার জিইসি ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে।

Share.

Leave A Reply