চট্টগ্রামে ৩য় পর্যায়ে (২য় ধাপ) প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন আরও ৫৮৭ পরিবার। বুধবার (২০ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) এসব পরিবারকে জমিসহ ঘরের মালিকানা হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৫৮৭ পরিবার
0জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘মুজিবশতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্প এর অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ১ম পর্যায়ে প্রধানমন্ত্রী ২০২১ সালের ২৩ জানুয়ারিতে সারাদেশে ৬৩ হাজার ৯৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। তখন চট্টগ্রাম জেলায় (১ম পর্যায়ে) ১৪৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে।
Share.