কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এমন ঘটনা – আলেমবৃন্দ

0
ঢাকা, ১৪ অক্টোবর ২০২১: কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যমূলক এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলেছেন আলেমবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘জরুরি সংবাদ সম্মেলনে’ একথা বলেছেন তারা।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে একে অপরের বিপদে আপদে এগিয়ে আসাই আমাদের শান্তির ধর্ম ইসলাম ও রাসূলের শিক্ষা। এসময় তিনি বিদায় হজ্বের ভাষণের উদ্ধৃতি দেন। মহান মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ কাঁধে মিলিয়ে যুদ্ধ করেছিল উল্লেখ করে আলেমবৃন্দ বলেন, সাম্প্রদায়িক অপশক্তির দোসররাই কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। এরা অতীতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ফটোশপের মাধ্যমে বিকৃত ছবি ছড়িয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে চেয়েছিল। যাদের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে, যারা ঘটিয়েছে এবং যারা পরবর্তীতে উস্কানি ও গুজব রটনা করেছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে সরকারের কাছে জোর দাবি জানান তারা। শাইখুল হাদিস মাওলানা মুফতি শাহাদাত হোসাইন, মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, মাওলানা মুফতি হারুন রশিদ প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Share.

Leave A Reply