চট্টগ্রাম নগরীতে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার

0
রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুরের চেষ্টা ও যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টাকালে চট্টগ্রাম নগরীর হামজারবাগ সঙ্গীত সিনেমা হল মোড় থেকে জামায়াত-শিবিরের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আজিম (২৭), হাফেজ মো. মঞ্জুর আলম (২৩), মো. মকবুল হোসাইন (৩৪), মো. রোকন উদ্দিন (৪৫) ও আব্দুল বারেক প্রকাশ ছোটন (২৬)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন মজুমদার সোমবার (৮আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত-শিবিরের এজাহারনামীয় ও পলাতক আসামিরা রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় হামজারবাগ সঙ্গীত সিনেমা হল মোড়ে পাকা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুরের চেষ্টা ও যানবাহন চলাচল বন্ধ করে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চালায়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় ৫ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। তাদের অপরাপর সহযোগীরা পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাংচুরের চেষ্টা ও যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়। #
Share.

Leave A Reply