আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন মামুনুল হককে তেলাপোকার সাথে তুলনা করে বলেন, ‘আরে মিয়া তেলাপোকাও পাখি, আর মামুনুল হকও মানুষ। যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে আসেন। মাঠে খেলা হবে। আমাদের ভয় দেখাবেন না। আমাদের মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত পুরাটাই কইলজা।’
আরে মিয়া, তেলাপোকাও পাখি, আর মামুনুল হকও মানুষ : নিক্সন চৌধুরী
0
Share.