তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ.লীগ নেতা আলহাজ্ব অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেতাগী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শফিউল আলম শফি। সোমবার (২৯ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী’র নিজ গ্রামের বাড়ি পদুয়া সুখবিলাসে নুরুচ্ছফা তালুকদারের কবর জেয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবুল কদর মাষ্টার, বঙ্গবন্ধু পরিষদ ওমানের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুল আলম, সমাজসেবক মো. আনিস, আব্দুল করিম, কালু ফকির, পরিমল বাবুসহ আরো অনেকে।
অ্যাডভোকেট নুরুচ্ছফার কবরে পুষ্পমাল্য দিয়েছেন বেতাগীর নবনির্বাচিত চেয়ারম্যান শফি
0
Share.