চট্টগ্রামের বাঁশখালীতে বৈধ কাগজপত্র না থাকায় ৬২ যানবাহনকে ৩৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা গেটের সামনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান।
তিনি পূর্বকোণকে বলেন, বাঁশখালী সড়কে দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইনে ৬২টি যানবাহন ও চালককে ৩৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা এসব যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও টেক্স টোকেন ছিল না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।