সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটলো কেএনকে মানবসেবা ফাউন্ডেশন

0
শীতকাল আসলেই সবদিকে পিঠা খাওয়ার ধুম পরে যায়। বাঙ্গালী জাতি হিসেবে শীত কালকে আমরা যুগ যুগ ধরে এই ভাবে বরণ করে আসছি এই সময়ে আমরা কম বেশি সবাই নানা রকম পিঠা খেতে ভালবাসি কিন্তু আমাদের সমাজের বিশাল একটি অংশ সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষ।
আমরা বাসায় বা দোকান থেকে যখন ইচ্ছা তখন কিনে খেতে পারলেও এই শিশুগুলো পিঠা খাওয়ার কোন সুযোগ পায় না। গতকাল সিআরবির শিরীষতলায় সুবিধাবঞ্চিত শিশুদের হরেক রকমের পিঠা খাওয়ানোর ভীন্ন রকম এক অনুষ্ঠানের আয়োজন করে কেএনকে মানবসেবা ফাউন্ডেশন ও একটিভ ই-কর্মাস। সেই সাথে শীত নিবারনের জন্য কিছু উপহার সামগ্রী ও শীতের কাপড়ও বিতরণ করব। আলোর আশা ফাউন্ডেশনের সোহা শিক্ষার্থীদের নিয়ে এসব কর্মসূচী উদযাপন করা হয়। আয়োজক কেএনকে মানবসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কামরুন এনকে ও একটিভ ই-কর্মাসের ফাউন্ডার এডমিন রিতা সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম, ডায়মন্ড টিমের উপদেষ্টা জসীম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, ডায়মন্ড টিমের প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন, এডভোকেট মোঃ রাশেদুল ইসলাম, পায়রার এডমিন ফারদীন বাপ্পী। আয়োজনে সহযোগিতায় ছিলেন মেকাপ শেকাপের জুহি চৌধুরী, আহমাদিয়াস কুইজিন, সুইট ডিশ, নুসরাত ডালা কুলা, ডেলিভারী কোম্পানী ফুডফেক্স, সৈকত, আশার আলো ফাউন্ডেশনের মোঃ ফয়সাল প্রমুখ।
Share.

Leave A Reply