খাগড়াছড়ির ৪৩ ইটভাটায় পুড়ছে বনের কাঠ

0
খাগড়াছড়ি জেলার আট উপজেলায় অনুমোদনহীন ৪৩টি ইটভাটায় নির্বিচারে পোড়ানো হচ্ছে বনের কাঠ। আইন ও সরকারি বিধি-বিধিানের তোয়াক্কা না করেই বনের মাঝে, লোকালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাশেই গড়ে তোলা হয়েছে পরিবেশ বিপর্যয়কারী এসব ভাটা। নভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে পাহাড় ও কৃষি জমির উর্বর মাটি। বন, পাহাড় ও জমির উর্বর মাটি উজাড়ের মাধ্যমে পরিবেশ ধ্বংসের প্রক্রিয়া চলমান থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

Share.

Leave A Reply