নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) আব্দুর ওয়ারিশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুষ্টিয়ার ঘটনার পর নগরীতে স্থাপিত ভাস্কর্যগুলোতে পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়। এখন আমরা এই ভাস্কর্যগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। ভাস্কর্যগুলোর পাশে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর হালিশহর বড়পোল মোড়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্যসহ বন্দর নগরীতে মোট ৯টি ভাস্কর্য ও ম্যুরাল রয়েছে। সিএমপির নির্দেশনা পাওয়ার পর ওই সব ভাস্কর্য, ম্যুরালে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।