চট্টগ্রামে ৯ ফার্মেসিকে ১ লাখ ৩৯ হাজার জরিমানা

0
নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের হাজারী গলির ৯ ফার্মেসিকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এবং সুরাইয়া ইয়াসমিন।
অভিযানে অংশ নেন ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান।
অভিযানে নকল গ্লিসারিন উৎপাদন কারায় পিকে সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির দায়ে ৮টি ফর্মেসিকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়।
Share.

Leave A Reply