আস্থা ফিডের করপোরেট অফিসের বর্ণাঢ্য উদ্ভোধন

0

বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের নব আবির্ভাব “আস্থা ফিড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড” এর নতুন করপোরেট অফিসের উদ্ভোধন করা হয়েছে। গত ৩১ অক্টোবর  সকাল ১১টায় বাংলাদেশের প্রথিতযশা ব্যাংকার, ব্যাংকিং খাতের উজ্জ্বল নক্ষত্র এবং দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রিয়াজুল করিম, FCMA  শুভ উদ্ভোধন ঘোষণা করেন।
এতে বিশেষ অতিথি ছি‌লেন  প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী এবং ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের স্পনসর ডিরেক্টর ও কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, আমানত শাহ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হেলাল মিয়া।

স্বাগত বক্তৃতায় আস্থা ফিডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন খান আমন্ত্রিত অতিথিবৃন্দকে উষ্ণ বাক্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথির ভাষণে মো. আবদুল জব্বার চৌধুরী আস্থা ফিডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আস্থা ফিড যাতে বাংলাদেশের ফিড ইন্ড্রাস্ট্রিতে বৈপ্লবিক পরিবর্তন ও ফিডের গুণমান বজায় রাখার পাশাপাশি উন্নতির শিখরে পৌঁছতে পারে সে বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন বাংলাদেশের শিল্পজগতের অন্যতম দিকপাল আলহাজ্ব মোহাম্মদ হেলাল মিয়া।
অনুষ্ঠানের সভাপতি আস্থা ফিডের চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী বলেন, “আস্থা ফিড শুধুমাত্র তথাকথিত ফিড কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করবে না; এটি আস্থা নামের মর্যাদা রক্ষা করে খামারি ও ছাপান্ন হাজার বর্গমাইলের দেশের গণ-মানুষের আস্থায় সুপ্রতিষ্ঠিত হবে”। এছাড়া তিনি আস্থা ফিডের ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। প্রধান অতিথির বক্তৃতায় মো. রিয়াজুল করিম বলেন, “আস্থা ফিডে আমাদের আস্থা রয়েছে। দেশের প্রাণিসম্পদ ইন্ড্রাস্ট্রিতে আস্থা ফিড যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে, ইনশাআল্লাহ। আমরা আস্থা ফিডের পাশে আছি এবং থাকব”।তিনি আস্থা ফিডের ভবিষ্যৎ পরিকল্পনায় অভিভূত হয়ে তার প্রায়োগিক সাফল্য কামনা করেন। এছাড়া আরও বক্তৃতা প্রদান করেন আস্থা ফিডের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব এমএ মালেক। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব সামি করিম, হেড অব এসএমই মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন(EVP), হেড অব সিআরএম শাহাদাত হোসেন (SEVP), হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মো. তারিক উদ্দিন, হেড অব করপোরেট জনাব মো. জামিল হোসেন, হেড অব আরএমজি ডিভিশন হাসানুল হোসাইন, হেড অব করপোরেট সিআরএম জনাব আনিসুল কবির, দিলকুশা ব্র্যাঞ্চের ম্যানেজার জনাব আবদুল বাতিন চৌধুরী(SEVP), মহাখালী ব্র্যাঞ্চের ম্যানেজার জনাব রানা আবদুল্লাহ আল মাহমুদ আবসার, ইব্রাটাস ট্রেডিং কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব সৈয়দ আরিফুল হক সুমন সহ আরো অনেক গুণীজন।

Share.

About Author

Leave A Reply