রাঙ্গুনিয়ার সৈয়দবাড়িতে কঠিন চীবর অনুষ্ঠান

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার পশ্চিম সৈয়দবাড়ি শান্তিময় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বিহারের আবাসিক ভিক্ষু উপানন্দ থের’র “মহাথের” বরণ অনুষ্ঠান বৃহষ্পতিবার (১১ নভেম্বর) বিকেলে বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহসভাপতি জ্ঞানানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম সম্পাদক ড. প্রিয়দর্শী মহাথের। প্রধান জ্ঞাতি ও সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। স্বাগত বক্তব্য দেন পশ্চিম সৈয়দবাড়ি শান্তিময় বিহারের অধ্যক্ষ জ্ঞানবশংশ মহাথের। সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন বিকাশ তালুকদার ও বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়–য়া। বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন, বান্দরবান পার্বত্য জেলার জেলা বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দী, প্রকৌশলী প্রদীপ বড়–য়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন নীতিশ কান্তি বড়–য়া ও প্রবীর বড়–য়া। পরে অনির্বাণ সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share.

Leave A Reply