রাঙ্গুনিয়ায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় ৭ দিনব্যাপী আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। গতকাল রোববার (২৪ অক্টোবর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর আবুল কাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি ওবায়দুল হক প্রমুখ। ৭ দিনব্যাপী নার্সারি ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষনে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

Share.

Leave A Reply