রাঙ্গুনিয়ায় দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিশুমেলা মডেল স্কুল প্রাঙ্গণে এই মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যাপক অসীম কুমার শীলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সী, উপজেলা শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারি, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ। বিজ্ঞান মেলায় উপজেলার উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ২৪ টি স্টল তাঁদের প্রযুক্তি প্রদর্শন করেন। মেলায় বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তব্য ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Share.

Leave A Reply