রাঙ্গুনিয়ায় বিনামূল্যে বীজ ধান পেল ৭৩৭০ জন কৃষক

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় ৭৩৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। মুখ্য আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সহিদুজ্জামান, লোকন বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬২২০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান ও ১১৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ ধান, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়।

Share.

Leave A Reply