রাঙ্গুনিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপন কার্যক্রম

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রম উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহষ্পতিবার (৩ ফেব্র“য়ারি) সকালে উপজেলার গুমাই বিল সংলগ্ন মরিয়মনগর ইউনিয়নের কাটাখালি এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ইফতেখার ইউনুস। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। মুখ্য আলোচক ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খান। বক্তব্য দেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী রমিজ উদ্দিন আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার শীল, মো. সহিদুজ্জামান, লোকন বিশ্বাস প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সত্রে জানা গেছে, বোরো ধান আবাদ প্রণোদনার অংশ হিসেবে ৫০ একর ভূমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন করে দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে বীজ,চারা তৈরির ট্রে, ধান পাকার পর কর্তন মাড়াই ঝাড়াই ও বস্তাবন্দি কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিনের মাধ্যমে করে দেয়া হবে।

Share.

Leave A Reply