রাঙ্গুনিয়ায় ৪০০ কৃষক পেল বীজ ও সার

0

রাঙ্গুনিয়ায় ৪০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহীদুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০ জন কৃষককে গম, ১২০ জনকে ভুট্টা, ৫০ জনকে সরিষা, ২০ জনকে চীনাবাদাম, ২০ জনকে সূর্যমুখী, ১০০ জনকে শীতকালীন মুগ, ২০ জনকে খেসারি ও ৪০০ জনকে সার দেয়া হয়।

Share.

Leave A Reply