“ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন ”- আল্লামা এম.এ মতিন

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে কর্মী সমাবেশ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১১ জানুযারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা এম.এ মতিন। তিনি বলেন, “৭১-এর মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছে। আগামী জাতীয় নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনারের মাধ্যমে সম্পন্ন করুন। গত ৫ জানুয়ারি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনার গঠন বিষয়ে সংলাপে যে ৪ দপা দাবি উত্তাপন করা হয়, তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।” প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)-এর আদর্শ বাস্তবায়নের জন্যই একক রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জন্ম হয়েছে উল্লেখ করে এম.এ মতিন বাংলাদেশের সকল সুন্নী জনগোষ্টিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টে যোগ দেওয়ার জন্য আহবান জানান। সমাবেশে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মা.)। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ। রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী শাহ্ নেছারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি ওবাইদুল মোস্তফা কদমরসূলী। মো. আকতার হোসাইন, মো. করিম উদ্দিন হাছান এবং মো. আবদুল কাদেরের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা আবদুল খালেক আলকাদেরী, মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, মাওলানা অধ্যক্ষ আজিজুল হক, ইলিয়াছ আহমদ নঈমী, মাওলানা করিম উদ্দিন নূরী, মোহাম্মদ শাহ শাওন, সালাউদ্দিন নেজামী, মুহাম্মদ সানাউল্লাহ, জামাল উদ্দিন, মুহাম্মদ সেলিম গনি, যুবনেতা আজিম উদ্দিন আহম্মদ, এইচ.এম শহীদুল্লাহ, মোজাহিদুল ইসলাম, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, গোলাম কিবরিয়া, মাওলানা সাইফুল ইসলাম, ছাত্রনেতা মোঃ জয়নাল আবেদীন, এইচ.এম ফরিদ, আবদুল খালেক, শাহে এমরান প্রমুখ।

Share.

Leave A Reply