৯৯৯” এর ফোন পেয়ে অজগর নিয়ে গেল বনবিভাগ

0

রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকার রোববার সন্ধ্যার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের গুমাই বিল থেকে অজগরটি উদ্ধার হয়। খবর পেয়ে স্থানীয় বনবিভাগ এটি উদ্ধার করে নিয়ে গেছেন। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল্লাহ বলেন, অজগরটি উদ্ধার করে নিয়ে যেতে ” ৯৯৯” এ ফোন করা হয়। ফোন পেয়ে বনবিভাগের কর্মকর্তাসহ কয়েকজন কর্মী এসে সাপটি নিয়ে যান।”
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিট কর্মকর্তা নবীন কুমার ধর বলেন, “৯৯৯” এর ফোন পেয়ে অজগরটি উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নিয়ে আসা হয়েছে। সাপটির ওজন ১৭ কেজি। এটি গভীর বনে সোমবার(৮ নভেম্বর) সকালে অবমুক্ত করা হয়। প্রতিবেদন -আব্বাস হোসাইন আফতাব

Share.

Leave A Reply