সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নাশকতার পরিকল্পনা ছিল: তথ্যমন্ত্রী

0

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে দাবি করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কুমিল্লা ও রংপুরের ঘটনা সামাজিকমাধ্যমে না ছড়ালে এত বড় ক্ষতি হতো না। সুতরাং এগুলোর দায় সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ এড়াতে পারে না। ’

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে তথ্যমন্ত্রী বলেন, ‘অনেক আগে থেকে ফেসবুককে অনুরোধ করা হয়েছিল, বাংলাদেশে যেন আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হয়, কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়নি।’

আজকে যদি ফেসবুক আমাদের অনুরোধ রাখত তাহলে দেশে এমন সহিংসতা ঘটত না বলেও জানান তিনি।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ সরকারের উদ্দেশ্য নয় বলেও জানান হাছান মাহমুদ। বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ সরকারের লক্ষ্য নয়, তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে ফেসবুক দায় এড়াতে পারে না।’

কুমিল্লা ও রংপুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত নয়, বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান সরকারের এই মন্ত্রী।

Share.

Leave A Reply