বন্য হাতির বাচ্চাকে গুলি করে হত্যার ঘটনায় দুজনের নামে মামলা

0

প্রতিনিধি, চকরিয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কালাপাড়া এলাকায় একটি বন্য হাতির বাচ্চাকে গুলি করে হত্যার ঘটনায় দুজনের নামে মামলা করেছে বন বিভাগ। এ মামলায় আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। সোমবার কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিট কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে চকরিয়া থানায় মামলাটি করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যুবায়ের বলেন, বন্যপ্রাণী হত্যা করে ১৯২৭ সালের বন আইনের ২৬ (১) (খ) ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২–এর ৩৫ (১) ধারায় দুজনের নামে মামলাটি রুজু করা হয়েছে। এ মামলায় আরও পাঁচ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) তৌহিদুল ইসলাম বলেন, ‘বন বিভাগের তদন্তে প্রাথমিকভাবে দুজনের নাম পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি, এ ঘটনায় আরও কিছু ব্যক্তি জড়িত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মূল ঘটনার রহস্য উদ্‌ঘাটন করবেন।’

Share.

Leave A Reply