নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন উপজেলা পরিচালন এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার। উপজেলা ডেভলাপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিনু চাকমা’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবতী, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগ সদস্য আকতার হোসেন খাঁন প্রমুখ। আলোচনা শেষে অক্সিজেন সিলিন্ডার, শয্যা সামগ্রী, অটোক্ল্যাব মেশিন, ডেলিভারী সেটসহ ১০ টি আইটেমের চিকিৎসা সামগ্রী হাসপাতালের চিকিৎসকের হাতে তুলে দেন অতিথিরা ।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান
0
Share.