রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গুমাইবিল বুদ্ধ মহাধাতু চৈত্য বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠান শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে শেষ হয়েছে। সমাপনী দিনে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে)। সদ্বর্মদেশনায় ছিলেন অত্তদীপ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন কঠিন চীবর দানোৎসব উদ্যাপন পরিষদ সভাপতি প্রদ্যুৎ বড়–য়া টাবু। সাধারণ সম্পাদক জয় বড়–য়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ সদস্য আকতার হোসেন খাঁন, মরিয়মনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক হিরু প্রমুখ।
প্রধান ধর্মদেশকের বক্তব্যে শীলানন্দ মহাস্থবির বলেন,“ধর্মকে ধারন করার জন্য কর্ম সাধন করতে হবে। যেই প্রকৃত কর্ম সাধন করে সেই প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারে। প্রত্যেকেই সুখ শান্তি লাভ করতে চায়। বুদ্ধের আদর্শ বুকে ধারন করলে সুখ শান্তি অর্জন সম্ভব।”
“ধর্মকে ধারন করার জন্য কর্ম সাধন করতে হবে”- শীলানন্দ মহাস্থবির
0
Share.