চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অবৈধ অস্ত্র ও গুলিসহ মো. সেলিম উদ্দিন (২৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছেন, তিনি অবৈধ অস্ত্রের ব্যবসায় জড়িত।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা এলাকা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি তাজা কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।
সেলিম উদ্দিন হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের নুরুচ্ছাফা বাবুলের ছেলে।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, বৃহস্পতিবার রাতে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তার দরগাহ বাজার এলাকার যাত্রী ছাউনীতে চেকপোস্ট বসানো হয়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্যে বের হওয়া এক অস্ত্রধারীর তথ্য পেয়ে অস্ত্রসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
তিনি আরও বলেন, শুক্রবার তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।