রাঙ্গুনিয়ায় নবনির্বাচিত ১৫৬ ইউপি সদস্যদের শপথ গ্রহণ

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত ১৫৬ জন ইউপি সদস্যগণ শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যসহ মোট ১৫৬ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথপত্র পাঠ পূর্বে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাছান, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বায়েজিদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগ নেতা আকতার হোসেন খান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিস আজগর, সিরাজ উদ্দিন চৌধুরী, দানু মিয়া, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, একতেহার হোসেন, আবু জাফর, শফিউল আলম, আব্দুল কাইয়ুম প্রমুখ।

পরে নবনির্বাচিত সকল ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ গ্রহণ শেষে শপথপত্র জমা ও তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রাঙ্গুনিয়ার ৫ ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৮ ইউপিতে চেয়ারম্যান পদে কোন পার্থী না থাকায় নৌকা মনোনীত পার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তবে ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সব ইউপিতে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। #

Share.

Leave A Reply