মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন- রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

0

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, “পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। এটির অন্যতম বড় কারণ হচ্ছে, মুসলিম বিশ্বের যেভাবে ঐক্য সংহতি প্রয়োজন, যেটি আগে অনেকটা ছিল, সেটি এখন নষ্ট হয়ে গেছে। তাই মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন।” বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে ওরছে নঈমী উপলক্ষে আয়োজিত মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম এ) মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দরবারের পীর সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী। অন্যদের মধ্যে বক্তব্য দেন আলেমেদ্বীন ড. এরশাদ বোখারী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ নাছির উদ্দিন তৈয়্যবী, আল্লামা নিজাম উদ্দিন নঈমী প্রমুখ।
তথ্যমন্ত্রী আরো বলেন, “আজকে সারা দুনিয়ায় মুসলমানদের উপর অত্যাচার নিপিড়ন হচ্ছে। ফিলিস্তিনীদের শত শত হাজার বছরের বসতভূমি দখল করে ইসরাইলী ইহুদিরা সেখানে বসতঘর নির্মাণ করছে। সেটির প্রতিবাদে যখন ফিলিস্তিনিরা প্রতিবাদ করে ঢিল ছুঁড়ে, সেটির প্রতিত্তোরে গুলি ছুঁড়ে জবাব দেওয়া হয়। কিন্তু সমস্ত মুসলিম দেশ ঐক্যবদ্ধভাবে যেভাবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো প্রয়োজন, সেভাবে দাঁড়াতে পারছে না।”

Share.

Leave A Reply