রাঙ্গুনিয়া চেস একাডেমির আয়োজনে দাবা প্রশিক্ষণের উদ্বোধন

0
রাঙ্গুনিয়া চেস একাডেমির আয়োজনে প্রথমবারের মতো উদ্বোধন হলো দাবা প্রশিক্ষণ কার্যক্রম। গতকাল শনিবার (২০ আগস্ট) দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া চেস একাডেমির প্রতিষ্ঠাতা, জাতীয় ও আন্তর্জাতিক দাবাড়ু মো. এনায়েত হোসেন। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান।
রাঙ্গুনিয়া চেস একাডেমির আহবায়ক শিক্ষক আবু সায়েম ও সদস্য সচিব সৌমেন কান্তি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দাবাড়ু প্রানেষ কুমার বড়ুয়া, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো. জাফর ছালেক সিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাবেদ হোসেন তালুকদার, রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী। দাবা প্রশিক্ষণের প্রথম ধাপে ৬৪ জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষক আহম্মেদ হোসেন মজুমদার বাবু। #
Share.

Leave A Reply