চট্টগ্রামে পাঁচ ইটভাটাসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

0

ছাড়পত্রের নবায়ন না থাকায় পাঁচ ইটভাটাসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটাগুলোকে মোট ১২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৮ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বিষয়টি মঙ্গলবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মোয়াজ্জেম হোসাইন বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ছাড়পত্রের নবায়ন না থাকায় চকরিয়ার মেসার্স মদিনা ব্রিক্সকে ৬ লাখ টাকা, মেসার্স আল মদিনা ব্রিক্স-১ কে ৬০ হাজার টাকা, মেসার্স আল মদিনা ব্রিক্স-২ কে ৬০ হাজার টাকা, মেসার্স ডায়মন্ড ব্রিক্স ম্যানুকে ৬০ হাজার টাকা, মেসার্স জেড এনবি ব্রিক্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও ছাড়পত্র না থাকায় কক্সবাজার সদরের মেসার্স গ্রান্ড বীচ রিসোর্টকে ১ লাখ টাকা, আনোয়ারার এইচএস কম্পোজিট টেক্সটাইল লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ইটভাটা ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.

Leave A Reply