রাঙ্গুনিয়ায় মহিষ পালন বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মহিষ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে প্রশিক্ষণের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার আশরাফুল আলম খাঁন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল। বক্তব্য দেন প্রানিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন হারুন অর রশিদ, ডাক্তার কল্পনা চাকমা, উপসহকারি প্রানিসম্পদ কর্মকর্তা মীর মো. আজমগীর, মো. ফজলুল কাদের প্রমুখ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে অংশ নেয়া ৩০ জন খামারীকে পশুর জন্য কৃমি নাশক ট্যাবলেট ও ডিবি ভিটামিন দেয়া হয়।

Share.

Leave A Reply