রাঙ্গুনিয়ায় মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যুরো প্রধান কলিম সরওয়ার। রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সভাপতি মোহাম্মদ আলী, পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউল্যাব এর অধ্যায়ন ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান। কর্মশালায় রাঙ্গুনিয়া, রাউজান, রাঙামাটির কাপ্তাই ও কাউখালী উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেয়। আলোচনা শেষে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

Share.

Leave A Reply