ভাস্কর্য ভাঙার প্রতিবাদ চবি শিক্ষকদের

0
স্টাফ করেসপন্ডেন্ট | বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেন।  অবস্থান কর্মসূচিতে থাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক লায়লা খালেদা আঁখি বাংলানিউজকে বলেন, এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর নয়, এ আঘাত আমাদের অস্ত্বিত্বের ওপর। বিজয়ের মাসে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো জঘন্যতম কাজের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।
এসময় উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী পিলু, সহকারী প্রক্টর কাজিম নুর সোহাদ, আহসানুল কবির পলাশ, রামেন্দু পারিয়াল, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম খান, আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমেন প্রমুখ।

Share.

Leave A Reply