সাতকা‌নিয়াতে নির্বাচনী প্রচারে সংঘর্ষ:গু‌লি‌বিদ্ধ ১৩

0
সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গণি পাড়ায় এ ঘটনা ঘটেছে।দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুমি দাশ বলেন, ‘ নির্বাচনি প্রচারনাকে কেন্দ্র করে খাগরিয়া সংঘর্ষের ঘটনায় আহত শিশু, নারী, পুরুষসহ গুলিবিদ্ধ ১৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে এবং তাদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠানো হয়েছে ।’স্থানীয়রা জানান, আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিয় খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী স্থানীয় এলডিপি নেতা জসীম উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী জসীম উদ্দিন জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনি গণসংযোগে গেলে আকতার হোসেন তার অনুসারীদের নিয়ে হামলা চালায়। এসময় তারা গুলিও ছুঁড়ে। তার নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়।হামলায় তার পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেন জসীম ।

এদিকে জসীমের অভিযোগ অস্বীকার করে আকতার হোসেন বলেন, ‘জসীম উদ্দিন পরিকল্পিতভাবে তার অনুসারীদের নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমার বাড়ির সামনে গুলিবর্ষণ করে। এসময় আমার বাড়ির সাইরেন বাজানো হলে স্থানীয়রা তাদের প্রতিহত করে।’

সাতাকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘নির্বাচনি প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শটগানের গুলিতে আহত পাঁচ জনকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে

Share.

Leave A Reply