কক্সবাজারে আইসের সবচেয়ে বড় চালান জব্দ

0

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া বালুখালী সীমান্ত এলাকায় মাদককারবারিদের সঙ্গে গোলাগুলির পর ৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির। তার দাবি, এটি এখন পর্যন্ত জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান।
তিনি জানান, উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় এলাকায় রোববার রাতে ক্রিস্টেল মেথের একটি চালান আসবে এমন খবরে অভিযানে যায় বিজিবি। সদস্যদের অবস্থান টের পেয়ে মাদককারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে গোলপাতার বাগান থেকে ৯ কেজি ওজনের ক্রিস্টেল মেথ উদ্ধার করে। তিনি আরও জানান, এ বিষয়ে উখিয়া থানায় মামলা

Share.

Leave A Reply