নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টুয়েন্টি জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী অভিনন্দন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টানা দ্বিতীয় টি-২০ ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের সংগে ৪ রানে জয়লাভ করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

এরআগে প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ ৭ উইকেটে জয়লাভ করে।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ এবং দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।
সিরিজের বাকী দিনটি ম্যাচ আগামী ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Prime Minister Sheikh Hasina today extended her heartiest congratulations to the national cricket team for winning second consecutive T20 match against the visiting New Zealand by four runs taking 2-0 lead in the five-match series.

Bangladesh earlier on September 1 won the maiden T20 match against New Zealand by seven wickets.

In a felicitation message, the cricket-lover prime minister greeted all the players, coach and officials of the national cricket team as well as Bangladesh Cricket Board (BCB) officials for beating New Zealand.

Sheikh Hasina expressed the hope that the winning spree of the Bangladesh cricket team would continue in future.

Bangladesh is hosting New Zealand for a five-match T20 International series at the Sher-e Bangla National Cricket Stadium (SBNCS) here.

The remaining three matches will be held on September 5, 8 and 10.

 

Share.

Leave A Reply