দুই লাখ গলদা চিংড়ি পোনা জব্দ, পরে কর্ণফুলী নদীতে অবমুক্ত

0

চট্টগ্রামের কর্নফুলী থেকে দুই লাখ গলদা চিংড়ি পোনা জব্দ করে কর্নফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে। উপজেলার জুলধা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় মো. ইয়াছিন মধু নামে এক ব্যক্তির বাড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করেন। তবে এই সময় জড়িত কাউকে পাওয়া যায়নি। রোববার (২৬ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন কর্নফুলী থানা-পুলিশ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, “ পোনা ছাড়াও চিংড়ি পরিবহন করার জন্য রাখা ২১ টি পাতিল জব্দ করা হয়। জব্দ করা মালামালগুলো নিলামে বিক্রি করা হবে।”
উল্লেখ্য প্রাকৃতিক উৎস থেকে গলদা চিংড়ি পোনা ধরা সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Share.

Leave A Reply